মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে নারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে অক্টোবর, হাওড়ায় চ্যাটার্জী হাট আনন্দমার্গ স্কুলে মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ও প্রায় ১০০০ মানুষ নারায়ণ সেবায় অংশগ্রহণ করেন৷ নারায়ণ সেবায় সহযোগিতা করেন বকুলচন্দ্র রায়, অমিয় পাত্র, শ্যামাপদ মণ্ডল, বিজলী মণ্ডল, প্রশান্ত শীল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্যা লোপামুদ্রা ব্রহ্মচারিনী৷

এছাড়াও শ্যামপুর ব্লকের সুলতানপুরে আনন্দমার্গ চক্রনেভিতে ও বিলাডিঙ্গি আনন্দমার্গ আশ্রমে বকুল রায়ের উদ্যোগে বস্ত্র বিতরণ হয়৷

জগৎবল্লভপুর ব্লকের বালিয়া ইয়ূনিটে মহাব্রত ব্রহ্মচারীর পরিচালনায় অখণ্ড কীর্ত্তন বস্ত্র বিতরণ ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷