মহারণের উন্মাদনা সবকিছুই ছাপিয়ে ভারত-পাক জটিলতায় অনিশ্চিত এশিয়া কাপ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই টানটান উত্তেজনা৷ ক্রিকেট মাঠও তার ব্যতিক্রম নয়৷ আইসিসি’র কাছে এই ম্যাচ কার‌্যত সোনার ডিম পাড়া হাঁস৷ মহারণের উন্মাদনা সবকিছুই ছাপিয়ে যায়৷ আইসিসি’র কোষাগার ভরতে এই মহারণের জুড়ি নেই৷ কিন্তু সাম্প্রতিক আবহ বড়ই উদ্বেগজনক৷ কাশ্মীরে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাত৷ এমন পরিস্থিতিতে ক্রিকেটের ভাবনা স্রফ বিলাসিতা৷ এমনকী, এশিয়া কাপের ভবিষ্যৎও অনিশ্চিত৷ আগামী সেপ্ঢেম্বরে ভারতের মাটিতে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা৷ কিন্তু কোনও অবস্থানেই পাকিস্তানের মুখোমুখি হতে নারাজ বিসিসিআই৷ অন্যদিকে, ভারতে দল পাঠাতে নারাজ পিসিবি৷ পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এশিয়া ক্রিকেটের সর্বময় কর্তা৷ ফাঁপড়ে পড়েছেন তিনি৷ সবমিলিয়ে এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ছেই৷

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও অচলাবস্থা তৈরি হয়৷ পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে যাননি রোহিত শর্মারা৷ শেষ পর্যন্ত সমাধান আসে হাইব্রিড মডেলের মাধ্যমে৷ দুবাইতে ভারত-পাক ম্যাচ আয়োজন করে আইসিসি৷ কিন্তু এশিয়া কাপে তৃতীয় ভেন্যুতেও ম্যাচ হওয়া মুশকিল৷ অন্যদিকে, আগস্টে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান৷ আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে যোগাযোগ করছে পাক বোর্ড৷