গত ১২ই জুন বর্ধমান জেলার ব্রাহ্মণ পাড়ায় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পিতৃভূমি তাঁর শৈশবের লীলাভূমি পবিত্র মহাতীর্থে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভক্তিপূর্ণভাবে পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শতবর্ষপূর্ত্তি জন্মজয়ন্তী উৎসব পালিত হয়৷ ১২ই জুন ভোর ৫টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ১২ ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন, সমবেত ধ্যান,গুরুপূজা ও গুরদেব বিরহিত ধর্মগ্রন্থ থেকে স্বাধ্যায় পাঠ হয়৷ এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাতসঙ্গীত পরিবেশন করেন আচার্য শুভ প্রসন্নানন্দ অবধূত৷ আচার্য নীতীশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দভীষা আচার্যা৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করে বর্ধমান আনন্দমার্গ স্কুলের ও কলিকাতা নরেন্দ্রপুরের শিশুসদনের মেয়েরা৷ এই অনুষ্ঠানে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্তিত দর্শন৷ শিক্ষা আদর্শ, যোগসাধনা, সমাজতত্ত্ব ও তাঁর বহুমুখী সেবা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত আচার্য জ্যোতিরীশানন্দ অবধূত, আচার্য শুভদীপানন্দ অবধূত ও শ্রী তারক দেব৷ সদাব্রত অনুদানে গ্রামবাসীরা যোগদান করেন৷ সুস্বাদু সাত্ত্বিক আহারে সবাইকে আপ্যায়িত করা হয়৷
বর্ধমান, বীরভূম, হুগলী, নদীয়া কলিকাতা ও হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান হতে ভক্ত মার্গীরা এই অনুষ্ঠানে যোগ দান করেন৷ স্থানীয় সাধারণ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত অনেক বস্তু ক্রয় করেন ও অনেকে যোগ সাধনাও শেখেন৷ স্থানীয় জন সাধারণের সহযোগিতায় ব্রাহ্মণ সমগ্র অনুষ্ঠানটিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন৷ বর্ধমানে ডি.এস আচার্য দেবোপমানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভ্রাতা শ্রী সদয় পাল৷