গত ২৪শে জুলাই ‘বাঙালী মহিলা সমাজ’এর পক্ষ থেকে মণিপুর রাজ্যে ক্রমাগত খুন-জখম ও নারী নির্যাতনের বিরুদ্ধে মণিপুরের রাজ্যপালকে একটি স্মারকলিপি প্রদান করা হয় কলকাতায় স্থিত মণিপুর ভবনে কর্মরত আধিকারিকের মাধ্যমে৷ সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে দুই মাসাধিক কাল ধরে মণিপুরে চলছে জাতিগত হিংসা-প্রতিহিংসার রাজনীতি৷ এই হিংসার বলি হয়েছেন প্রায় দুইশতাধিক মানুষ৷ বাড়ি-ঘর সম্পত্তি ধবংস হয়েছে কোটি কোটি টাকার৷ এছাড়াও এই সময়ের মধ্যেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুই মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়েছে৷ বিভিন্ন সুত্রে আরও জানা যাচ্ছে যে ওই মহিলাদের ওপর বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে৷ এই ঘটনায় বাঙালী মহিলা সমাজ অত্যন্ত ক্ষুদ্ধ ও মর্মাহত৷ তারা অপরাধীদের যথাযথ কঠোর শাস্তি ও মনিপুর রাজ্যের সাধারণ মানুষ তথা মহিলাগণের জীবন সম্পত্তি ও সম্মান রক্ষায় যথোচিত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে৷
ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবন সম্পত্তি ও সম্মান রক্ষার দায়িত্ব স্থানীয় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের৷ মণিপুরে কার্ফু জারি করে, সেনা নামিয়েও সেখানকার সরকার সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে৷ এমতাবস্থায় সংবিধান অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে, প্রয়োজন হলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই আসু কর্তব্য বলে বাঙালী মহিলা সমাজ মনে করে৷ মণিপুরের ঘটনবলীর পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের কাছে আমাদের দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে আর একবার যথোচিত কঠোর পদক্ষেপ গ্রহণের জন্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানানো হয়৷
স্মারকলিপি পেশের পর বিকেল ৫টায় বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে গড়িয়াহাটে একটি পথসভার আয়োজন করা হয়৷ এই পথসভায় মণিপুরসহ সমগ্র ভারতবর্ষে মহিলাদের জীবন ও মান মর্যাদা সুরক্ষার দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ৷