মহিলা সংরক্ষণ বিল-বিপাকে বিজেপি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিশেষ অধিবেশন ডেকে শুধুমাত্র কৃতিত্ব নেবার জন্যে সাত তাড়াতাড়ি লোকসভা ও রাজ্যসভায় পাশ হলো মহিলা সংরক্ষণ বিল৷ এই বিল পাশে কৃতিত্ব কার এ নিয়ে শাসক বিরোধী তর্জা শুরু হয়েছে৷ তবে বিল পাশে চমক থাকলেও বিল নিয়ে চমকাবার মত কিছু নেই৷ এর আগেও লোকসভা রাজ্যসভায় উঠেছিল এই বিল৷ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় রাজ্যসভায় পাশও হয়েছিল এই বিল৷ এই বিল কার্যকর হলে লোকসভায় ৩৩ শতাংশ মহিলা সাংসদ থাকবে৷ তবে নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গ মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরে অনেক এগিয়ে৷ ইতিমধ্যে  ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৫০শতাংশ মহিলাদের জন্যে সংরক্ষিত৷

যত তাড়াতাড়ি মোদি সরকার হাঁকডাক করে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ  করালেন, তা কিন্তু কার্যকর হতে ২০২৯ আগে সম্ভব নয়৷

 এখানেই  বিপাকে  পড়েছে বিজেপি৷ কারণ বিজেপি সরকারের বিলে আইনে ৩৩৪ এ ধারায় বলা হয়েছে পরবর্তী ডিলিমিটেশনের পর চালু হবে সংরক্ষণ আইন৷ বিরোধীরা এই সুযোগকে হাতছাড়া করেনি৷ কারণ পরবর্তী ডিলিমিটেশন ২০২৬ এর আগে হবে না৷ তাই মহিলা সংরক্ষণ আইন কার্য করতে ২০২৯ এর আগে সম্ভব নয়৷ বিরোধীদের দাবী ২০২৪ এই বিল কার্যকর করতে হবে৷ প্রয়োজনে আইনের ৩৩৪ এ ধারা ফিরিয়ে নেওয়া হোক এ চটজলদি বিল আনতে গিয়ে এখন বিপাকে বিজেপি৷ দলের অন্দরেই সংশয় দেখা দিয়েছে বিশেষ অধিবেশন ডেকে বিল পাশের সুযোগ ২০২৪ এর ভোটে কতটা নিতে পারবে বিজেপি৷