আনন্দনগর সংলগ্ণ গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগ মেয়েদের কুঠির শিল্পের প্রশিক্ষণের প্রকল্প নিয়েছে৷ গত ১৭ ও ১৮ই অক্টোবর চিৎমু ও ডামরুঘুটু গ্রামে মহিলাদের সঙ্গে জরি শিল্প ও জারদুসি শিল্প নিয়ে আলোচনা করে৷
নারী অভ্যুদ্বয়ের পক্ষ থেকেও মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কুঠির শিল্পের পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ প্রথমাবস্থায় বৈজ্ঞানিকভাবে বিভিন্ন বিশুদ্ধ ও সাত্ত্বিক খাদ্য প্রস্তুত,প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্যে গত আট থেকে ১৫ই অক্টোবর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল৷ আনন্দনগর থেকে দুইজন প্রতিনিধি ওই প্রশিক্ষণ শিবিরের অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন মুম্বাইয়ের ভুক্তিপ্রধান শ্রীমতী অশ্বিনী সাণ্ডু৷ বিভিন্ন রাজ্যের মোট ৬৮টি খাদ্যবস্তুর প্রস্তুত-প্রণালী শেখানো হয় ওই প্রশিক্ষণ শিবিরে৷