সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে মার্চ পাঁশকুড়া মহৎপুর আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাস্কৃতিক অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রারা আবৃত্তি, প্রভাত সঙ্গীত ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠান পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্দ করেন৷ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত (ডায়োসিস সেক্রেটারী)৷ প্রধান অতিথি ছিলেন নন্দন কুমার মিশ্র (পাঁশকুড়া পৌরসভা চেয়্যারম্যান)৷ বিশেষ অতিথি কানাইলাল মন্ডল (প্রধান শিক্ষক,বাকুলদা উচ্চ বিদ্যালয়), চিত্তরঞ্জন দাস ঠাকুর ও রসিদা বিবি (পঞ্চায়েত প্রধান পাঁশকুড়া-১)৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহৎপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ও শিক্ষকমন্ডলী৷