সংবাদদাতা
পি.এন. এ.
সময়
সম্প্রতি মিডডে ডে মিল খাওয়ার পর মুর্শিদাবাদের সালুয়া প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রা অসুস্থ হয়ে পড়ার সংবাদ এসেছে৷ সুকলের পর বাড়ী ফিরতেই তাদের বমি ও পায়খানা হতে থাকে৷ তাদের বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর আগেও এধরণের ঘটনা ঘটেছে৷
বিভিন্ন জায়গা থেকে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে যথাযথ নজরদারির অভাবের অভিযোগ উঠেছে৷