২০২৩ সালের রাষ্ট্রপুঞ্জের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার’ পুরস্কার পেতে চলেছেন এই ভারতীয় সেনাকর্মী মেজর রাধিকা সেন৷ গত ৩০ মে তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস৷ রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা হিসাবে মহিলা এবং নাবালিকাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর ভূমিকার জন্য এই স্বীকৃতি৷
হিমাচলে জন্ম রাধিকার৷ বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হওয়ার পরে আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তরের পাঠ নিচ্ছিলেন৷ এ সময়ে মাঝপথেই তিনি ভারতীয় সেনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন৷ আট বছর হয়ে গেল তিনি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত রয়েছেন৷
২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনার সদস্য হিসাবে গিয়েছিলেন কঙ্গোয়৷ এর আগে আর এক জন ভারতীয় মহিলা এই পুরস্কার পেয়েছেন, মেজর সুমন গাওয়ানি৷ ২০১৯ সালে দক্ষিণ সুদানে কাজ করেছিলেন তিনি৷ রাধিকাকে নিয়ে গুতেরেস বলেছেন, ‘‘উনি একজন সত্যিকারের নেত্রী৷ সকলের আদর্শ৷’’