মনের মাঝে লুকিয়ে আছ

লেখক
সাক্ষীগোপাল দেব

মনের মাঝে লুকিয়ে আছ

                বুঝতে পারি আমি

ধরতে গেলে দাও না ধরা

                ধরতে তোমায় নারি৷৷

কেন খেল এমন খেলা

                দিনে দিনে যায় যে বেলা

সব খেলাতে হেরে গেছি

                চাও কি শেষে হারি৷৷

তুমি আমার প্রাণের সখা

                ধরা দিয়ে দাও হে দেখা

তুমি হেরে দাও জিতিয়ে

                আমার ভবের কাণ্ডারী৷৷