বাংলায় প্রবাদ আছে‘ঘুঁটে পোড়ে গোবর হাসে’৷ উত্তর পূর্বাঞ্চলে বৃহত্তম জনগোষ্ঠী বাঙালী ছাড়াও আরও বহু জনজাতি আছে৷ স্বাধীনতার পর থেকেই এই জনজাতিগুলির মধ্যে বাঙালী বিদ্বেষের বিষ ছড়িয়েছে রাজনৈতিক মুনাফা ও প্রাকৃতিক সম্পদ লুঠতে কেন্দ্রীয় সরকার ও দেশীয় পুঁজিপতি গোষ্ঠী৷
উত্তরপূর্বাঞ্চলে অসমের মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদৈলীর আমল থেকে বাঙালী নিধন চলছে, তাই দেখে সেদিন অন্য জনজাতিগুলির কোনো প্রতিক্রিয়া ছিল না৷ আজ মনিপুর জ্বলছে৷ তবে বাঙালী মরছে না৷ মরছে মনিপুরেই দুই জনজাতি কুকী,মেইতি৷ এই ভাবেই হয়তো একদিন শুরু হবে গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে শুরু হবে জনজাতিদের মধ্যেই দাঙ্গা৷
কেন্দ্র সেদিনও নিরব ছিল আজও নীরব৷ কে মারছে কে মরছে? এসব দেখার কাজ কেন্দ্রের নয়! তার দরকার উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক সম্পদ, মহারাষ্ট্র গুজরাটে উৎপাদিত পণ্যের বাজার৷
কিছুদিন আগেও মনিপুরে বাঙালীদের ওপর অত্যাচার হয়েছে, বাঙালী বিতাড়ণ হয়েছে৷ তাই বলে আজ মনিপুরে দুই জনগোষ্ঠীর হিংস্র হানাহানি দেখে বাঙালী কিন্তু হাসছে না৷ কারণ বাঙালী গোবরও নয়, ঘুটেও নয়৷ বাঙালী মানবতাবাদী একটি জনগোষ্ঠী৷ তার মানবিক আচরণের সুযোগ নিয়ে স্বাধীনতা পরবর্তী ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্তরসূরী স্বদেশী সাম্রাজ্যবাদী শোষক গোষ্ঠী বিভিন্ন জনজাতিকে বাঙালীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বাঙালীকে উত্তরপূর্বাঞ্চল থেকে উৎখাতের ষড়যন্ত্র করেছে৷ পূর্ব ও উত্তরপূর্বাঞ্চল জুড়ে স্বদেশী সাম্রাজ্যবাদী শোষক গোষ্ঠীর হাতের ক্রীড়ানখ হয়ে যেসব জনজাতিগুলি বাঙালী বিদ্বেষী হয়ে উঠেছিল, আজ তাদের হাতের অস্ত্র বুমেরাং হয়ে তাদের বুকে আঘাত হানছে৷
তাই দেখে বাঙালী কিন্তু হাসছে না, বরং সে মর্মাহত মানুষের প্রতি মানুষের এই হিংস্র আচরণ দেখে৷ আগেই বলেছি বাঙালী গোবরও নয়, ঘুটেও নয়৷ বাঙালী মানবতাবাদী একটি জনগোষ্ঠী৷ প্রাউট দর্শনের প্রবক্তা পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার সেই মানবতার ওপর নব্যমানবতাবাদের প্রলেপ দিয়ে বাঙালীকে বিশ্ব ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করেছেন৷ তাই পূর্ব উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি শোষিত নিপীড়িত নির্যাতিত জনজাতির কাছে বাঙালীর আবেদন, পরস্পরের প্রতি সব বিদ্বেষ হিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে শোষনের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ সংগ্রাম শুরু করুন৷ যে সংগ্রাম একদিন পূর্ব উত্তর পূর্বাঞ্চলের সীমানা ছাড়িয়ে গোটা ভারতে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে৷ এই সংগ্রামেরই ফসল হবে শোষণ মুক্ত নোতুন বিশ্ব৷ সেখানে থাকবে না কোন বিভেদ -বিদ্বেষ হানাহানি৷ মানুষ নব্যমানবতাবাদের আদর্শকে আঁকড়ে ধরে বিশ্ব ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে উঠবে---‘মানুষ মানুষ ভাই ভাই, উঁচু কিংবা নিচু নাই৷’