গত ২৭ শে জুলাই মণিপুরে জিরিবাম জেলার মুখ্য রাস্তার ওপর অবস্থিত লালপাণী বাজারে বাঙালীদের পক্ষ থেকে ‘মণিপুর পিপলস্ বিল ২০১৮ ভিত্তিবর্ষ ১৯৫১’ বাতিলের দাবিতে আয়োজিত মিছিলে পুলিশ গুলি চালিয়ে নারী ও শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়৷ ‘আমরা বাঙালীর অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ শিলচর হাসপাতাল থেকে এই খরবটি প্রাথমিকভাবে জানায় পরে মণিপুরে বাঙালী আন্দোলনের নেতা ফৈজ আহম্মেদ ও মহম্মদ তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তৃত বিবরণ জানা যায়৷ এদিন জিরিবামের লালপাণী বাজারে প্রায় ১ হাজার বাঙালী নারী , পুরুষ, শিশু, বৃদ্ধরা এক ধর্ণায় সমবেত হয়৷ মণিপুরের বিশেষ করে বাঙালী অধ্যুষিত এলাকায় মণিপুর সরকার ১৪৪ ধারা জারি করে এখানে পুলিশ প্রথমে এই ধর্ণা বন্ধ করার নির্দেশ দেয়, তখন তারা মিছিল করে পাশের সোনাপুর গ্রামে যেতে চায়৷ পুলিশ তাদের আটকায় ও মিছিলের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে ৷ মিছিলের অগ্রভাগে থাকা মহিলাদের ওপরও নিমর্মভাবে লাঠি চালায়, তারপরেও মিছিল এগিয়ে গেলে৷ পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে, তারপরেও মিছিল বন্ধ করতে না পেরে মিছিল ওপর নির্দ্বিধায় গুলি চালায়, ঘটনাস্থলে ৪ জন গুলিবিদ্ধ হন৷ এদের মধ্যে একজন মহিলা, ১২-১৩ বছরের দুটি শিশু,আর একজন যুবক৷ আহতদের প্রায় ৭০ কিলোমিটার দূরে নদী পথ পেরিয়ে শিলচর হাসপাতালে ভর্ত্তি করা হয়৷ তাদের অবস্থা গুরুতর৷ এমতাবস্থায় তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়