মণিপুরের জিরিবামে  নাগরিকত্ব ও অস্তিত্বের দাবীতে   বাঙালীদের মিছিলের উপর  পুলিশের গুলি বর্ষণ ঃ গুলিবিদ্ধ ৪

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭ শে জুলাই  মণিপুরে জিরিবাম জেলার  মুখ্য রাস্তার ওপর অবস্থিত লালপাণী বাজারে  বাঙালীদের পক্ষ থেকে ‘মণিপুর পিপলস্ বিল ২০১৮  ভিত্তিবর্ষ ১৯৫১’ বাতিলের দাবিতে আয়োজিত মিছিলে  পুলিশ গুলি চালিয়ে নারী ও শিশুসহ  চারজন গুলিবিদ্ধ হয়৷ ‘আমরা বাঙালীর অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ শিলচর হাসপাতাল থেকে  এই খরবটি প্রাথমিকভাবে জানায়  পরে  মণিপুরে  বাঙালী আন্দোলনের নেতা  ফৈজ আহম্মেদ ও  মহম্মদ তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে  ঘটনার বিস্তৃত বিবরণ জানা যায়৷ এদিন জিরিবামের  লালপাণী বাজারে প্রায় ১ হাজার  বাঙালী নারী , পুরুষ, শিশু,  বৃদ্ধরা এক ধর্ণায় সমবেত হয়৷ মণিপুরের বিশেষ করে বাঙালী অধ্যুষিত এলাকায় মণিপুর সরকার ১৪৪ ধারা জারি করে এখানে পুলিশ প্রথমে  এই ধর্ণা বন্ধ করার নির্দেশ দেয়, তখন তারা মিছিল করে পাশের সোনাপুর গ্রামে যেতে চায়৷ পুলিশ তাদের আটকায় ও মিছিলের ওপর  বেপরোয়া লাঠিচার্জ করে ৷ মিছিলের অগ্রভাগে থাকা মহিলাদের ওপরও নিমর্মভাবে লাঠি চালায়, তারপরেও মিছিল এগিয়ে গেলে৷ পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে, তারপরেও মিছিল বন্ধ করতে না পেরে  মিছিল ওপর নির্দ্বিধায় গুলি চালায়,  ঘটনাস্থলে ৪ জন গুলিবিদ্ধ হন৷ এদের মধ্যে একজন মহিলা, ১২-১৩ বছরের দুটি শিশু,আর একজন যুবক৷ আহতদের প্রায় ৭০ কিলোমিটার দূরে নদী পথ পেরিয়ে শিলচর হাসপাতালে  ভর্ত্তি করা হয়৷  তাদের অবস্থা গুরুতর৷ এমতাবস্থায় তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷