সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগরতলা, বিপ্লব দেব ঃ গত ৬ই ফেব্রুয়ারী ত্রিপুরার মোহনপুর তারানগরের বাসিন্দা প্রবীন আনন্দমার্গী চন্দ্রমোহন মল্লিকের বাসগৃহে ৬ ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের আধ্যাত্মিক ভাবতরঙ্গে ও সুরমুর্চ্ছনায় একস্বর্গীয় আনন্দ উপভোগ করেন উপস্থিত সকলে৷
স্থানীয় মার্গী ভাইবোন ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা ডায়োসিস সচিব আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত, নারীকল্যাণ বিভাগের ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দ কৃষ্ণধ্যানা আচার্যা, অবধূতিকা আনন্দ বিশকা আচার্যা, অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা প্রমুখ৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মহিমা ও আনন্দমার্গ দর্শন বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা৷