মরসুমে কোন দলের হয়ে খেলবেন কিলিয়ান এমবাপে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্যারিস সঁ জরমঁ পর্ব শেষ৷ প্যারিসের ক্লাবের হয়ে আর খেলবেন না কিলিয়ান এমবাপে৷ শুক্রবার রাতে একটি ভিডিয়ো বার্তায় সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার৷ আগামী মরসুমে কোন দলের হয়ে খেলবেন তা এখনও স্পষ্ট করে জানাননি৷ যদিও রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপেকে খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ স্পেনের ক্লাবের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এমবাপে৷

শুক্রবার এমবাপে বলেন, ‘‘তোমাদের একটা কথা জানাতে চাই৷ আমি বার বার বলেছিলাম যে, সময় হলে জানাব৷ আমি ঘোষণা করতে চাই যে, পিএসজি-তে এটাই আমার শেষ মরসুম৷ আমি আর চুক্তি বৃদ্ধি করব না৷ কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে৷ রবিবার পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি-র জার্সিতে আমার শেষ ম্যাচ৷ ফ্রান্সের সব থেকে বড় ফুটবল ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত৷ প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে এই দলকে ঘিরে৷’’

এমবাপে জানিয়ে দিয়েছেন যে, তিনি ফ্রান্সের কোনও ক্লাবে খেলবেন না৷ নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি তৈরি৷ এমবাপে বলেন, ‘‘সাত বছর ধরে এই ক্লাবে খেলছি৷ নিজের দেশ ছেড়ে যাওয়ার সময় যে এতটা কষ্ট হবে, তা ভাবিনি৷ তবে এটা প্রয়োজন৷’’ ১৫ মে পিএসজি-র হয়ে শেষ ম্যাচ খেলবেন এমবাপে৷

এমবাপে যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান, তা সকলেরই জানা৷ কয়েক মরসুম ধরেই জল্পনা চলছে যে, তিনি মাদ্রিদে যাবেন৷ বিভিন্ন কারণে এত দিন তা সম্ভব হয়নি৷ এমবাপের পছন্দের ফুটবলার জিনেদিন জিদান এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এই দুই ফুটবলারই মাদ্রিদের হয়ে খেলেছেন৷ জিদান মাদ্রিদের কোচ ছিলেন৷ তাই সেই দলের জার্সি পরতে মরিয়া এমবাপে৷ ২৫ বছর বয়সি এই ফুটবলারকে দলে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদও৷ তাই ফরাসি ফুটবলার পিএসজি ছাড়ার কথা বলতেই তাঁর মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷