সংবাদদাতা
পি.এন.এ.
সময়
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প বিপর্যয়ের পর দশ দিন অতিক্রান্ত৷ যত সময় যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ গত ৬ই ফেব্রুয়ারীর বিধবংসী ভূ-কম্পে তুরস্ক ও সিরিয়ার মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে৷ মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে রাষ্ট্রসংঘের আশংকা৷ তবে সময় যত গড়াচ্ছে, ধবংসস্তুপে আটকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে৷ যারা বেঁচে গেছেন এই বিপর্যয়ে থেকে,তাদের বেঁচে থাকার জন্য নতুন সংকটের মোকাবিলা করতে হচ্ছে৷ তা হল তুষারপাতজনিত প্রবল ঠাণ্ডা (--৬০) জল ও খাদ্য সংকট৷ গোদের ওপর বিষফোঁড়ার মতো মহামারীর আশংকা৷ রাষ্ট্রসংঘের অনুমান অনুযায়ী তুরস্ক সিরিয়ায় প্রায় ৯ লক্ষ মানুষ খাদ্যসংকটে পড়তে চলেছেন৷