মুকুল ব্রাত্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড মুকুল রায়কে পার্টির সর্বভারতীয়  সহ সভাপতির পদ  থেকে সম্প্রতি তাঁকে না জানিয়েই সরিয়ে দেওয়া হয়েছে৷ ইদানিং এমনিভাবে বিভিন্ন দায়িত্ব থেকেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে৷ তাতে ক্ষুব্ধ মুকুল রায় পার্টিকে না জানিয়ে  তিনি যে জেড প্লাস নিরাপত্তা পেতেন তা তিনি নিতে অস্বীকার করেছেন৷ এইভাবেই  তিনি তাঁর প্রতি পার্টির  আচরণের প্রতিবাদ জানালেন৷ তাঁর বিজেপি’তে   যোগদানেরও সম্ভাবনা আছে৷ যদি তিনি  প্রকাশ্যে এটা স্বীকার করেননি৷