মুকুল রায় বিজেপিতে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

তূণমূল থেকে বেরিয়ে মুকুল রায়ের  এখন বিজেপি’তে যোগদানের ব্যাপারটা প্রায় পাকাপাকি বলা চলে৷ বিজেপি’র রাজ্য নেতৃত্বের মুকুল রায়কে নেওয়ার ব্যাপারে কিছুটা আপত্তি ছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দুজনেই মুকুলকে পার্টিতে নিতে আগ্রহী৷ তাই অন্যরা আর বেশি একটা আপত্তি করছেন  না৷ তাই খুব শীগগীরই আনুষ্ঠানিকভাবে মুকুল রায় বিজেপিতে যোগদান করছেন৷