মুখ্যমন্ত্রীর কথায় মান্যতা পেল আমরা বাঙালীর দীর্ঘদিনের অভিযোগ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভিন রাজ্যের মানুষ এসে রাজ্যের জমি বাড়ি দখল করছে, ভাষা সংস্কৃতি ধবংস করছে৷ মুখ্যমন্ত্রীর আশঙ্কা এরপর পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলার লোক পাওয়া যাবে না৷ গত ২৪শে জুন নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুরসভার প্রধান চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন৷ জমি বেদখল করে ভিনরাজ্যের লোকেদের হাতে তুলে দেওয়া, অর্থের বিনিময়ে কাজ প্রভৃতি দুর্নীতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী নিজ দলের ও প্রশাসনের সঙ্গে যুক্ত নেতামন্ত্রী ও আধিকারিকের দাবী করেন৷ বিভিন্ন পুর ও পঞ্চায়েতে পরিষেবায় মানুষকে অযথা হয়রানি করা হয়, টাকার বিনিময়ে কাজ করা হয়৷ এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত দলের নেতা মন্ত্রী ও প্রশাসনের সঙ্গে ব্যষ্টিদের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়তে হয় এদিন৷ হাওড়া পুরসভার কাজ নিয়ে মুখ্যমন্ত্রী যেমন ক্ষুব্ধ তেমনি উলুবেড়িয়া পুরসভার কাজে প্রশংসায় পঞ্চমুখ৷ হাওড়া শহরের জমি ভিন্‌রাজ্যের মানুষ এসে দখল নিচ্ছে৷

আমরা বাঙালী সংঘটন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাঙলার জমি বেদখল ও বাঙলার ভাষাকৃষ্টি সংস্কৃতি ধবংস করার অবাঙালী চক্রান্তের বিরুদ্ধে৷ তারজন্যে আমরা বাঙালীকে প্রাদেশিক, সাম্প্রদায়িক বলে দাবী করা হতো৷ এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা বাঙালীর অভিযোগ মেনে নিলেন৷ আমরা বাঙালী আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত প্রবীন নেতা খুশীরঞ্জন মণ্ডল বলেন তাহলে মুখ্যমন্ত্রীকে প্রাদেশিক বলা হবে কি? তিনি বলেন সত্যটা তুলে ধরার জন্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তবে তিনি যদি বাঙলার বেদখল জমি ফিরিয়ে আনতে পারেন বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতিকে দিল্লীর আগ্রাসন থেকে রক্ষা করতে পারেন বাঙলার মানুষ তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে৷