সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মুর্শিদাবাদ, ২৬শে আগষ্ট ঃ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভরতপুর ২নং ব্লকের খালিহাট কান্দরা মোড়ে মুর্শিদাবাদ জেলার আমরা বাঙালীর পক্ষ থেকে গোর্খাল্যাণ্ডের নামে বাঙলা ভাগের প্রতিবাদে এক পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা সচিব স্বপন মণ্ডল সর্বক্ষণের কর্মী দিব্যেন্দু চউধুরী, যুবনেতা দেবব্রত সরকার ও আমরা বাঙালীর একনিষ্ঠ কর্মী নিতাই মণ্ডল৷