মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নং ব্লকে ‘আমরা বাঙালী’-র পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 মুর্শিদাবাদ ১৪ই অক্টোবর ঃ গত ১৪ই অক্টোবর শনিবার  ভরতপুর এক নম্বর ব্লকের অধীনে  আলোক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনারপুর বাজার মোড়ে আমরা বাঙালীর পক্ষে  বিকাল ৪টে থেকে ৮টা পর্যন্ত এক পথসভার আয়োজন করা হয় ৷ উক্ত পথসভায় বাঙলার অখন্ডতাকে রক্ষা করতে গিয়ে তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়৷  তারপর উপস্থিত বিভিন্ন বক্তারা অবিলম্বে বিমল গুরুং সহ গোর্র্খযুবমোর্র্চর অন্যান্য নেতাদেরও গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে বক্তব্য রাখেন৷ তাছাড়া জি.টি.এ চুক্তিকে বাতিলের দাবী জানান৷ বক্তারা আরও বলেন---দার্জিলিংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ বিজেপির সাংসদ আলুওয়ালিয়া ইতোপূর্বেই গোর্খাল্যাণ্ড করার ব্যাপারে মদত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই বিমল গুরুংদের সমর্থন আদায় করেছেন৷ বক্তাদের মধ্যে ছিলেন জেলাসচিব স্বপন মন্ডল,কেন্দ্রীয় কমিটির সদস্য নিতাইচন্দ্র মন্ডল, বদন ঘোষ, সাবের আলি শেখ, হৃদয় ঘোষ, ও  স্থানীয় অন্যান্য  কর্মীরাও  বক্তব্য রাখেন৷