মুর্শিদাবাদের কিরীটেশ্বরী ভারত সেরা পর্যটন গ্রাম

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মুর্শিদাবাদ জেলার নবগ্রামের কিরীটেশ্বরী গ্রাম ভারত সেরা পর্যটন গ্রামের শিরোপা পেল৷ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের বেস্ট ভিলেজ কম্পিটিশনে ২০২৩ সালে দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে ৭৯৫টি আবেদন জমা পড়ে, তা থেকে কিরীটেশ্বরীকে বেছে নেয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক৷ পুরান অনুযায়ী এই কিরীটেশ্বরী গ্রামে সতীর মুকুট অর্থাৎ কিরীট পড়েছিল৷ সেই থেকেই মন্দিরের দেবীর নাম হয় কিরীটেশ্বরী ও গ্রামের নামও হয় কিরীটেশ্বরী গ্রাম৷ আগামী ২৭শে সেপ্ঢেম্বর দিল্লীতে পুরস্কার দেওয়া হবে৷ পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান গ্রামটিকে আরও সুন্দর করে সাজান হবে৷