ময়ূরভঞ্জে আনন্দমার্গ সেমিনার ও সমাজসেবা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮,৯ ও ১০ই সেপ্ঢেম্বর ময়ূরভঞ্জ (ওড়িশা) জেলার বহলদাতে আনন্দমার্গের সেমিনার ও  চিকিৎসাশিবির  অনুষ্ঠিত  হয়৷  সেমিনারে  আনন্দমার্গের কুসংস্কারমুক্ত ধর্মসাধনা ও সর্র্বত্মক  সমাজসেবার আদর্শের ওপর বক্তব্য রাখেন  বিশুদ্ধাত্মানন্দ অবধূত ( সেক্টরিয়্যাল সেক্রেটারী), আচার্য সংযুক্তানন্দ অবধূত ও ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷ স্থানীয় হাইস্কুলেও যোগসাধনার ওপর বক্তব্য রাখা হয়৷ আনন্দমার্গের  কীর্ত্তন পরিক্রমা ও বর্ণাঢ্য মিছিল ও পথসভারও আয়োজন করা হয়৷ পথসভায়  বক্তব্য রাখেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত, শ্রীকান্ত মাহান্ত, সুরেশ মাহাত প্রমুখ৷ তাঁরা আনন্দমার্গের  আদর্শসমাজ গড়ার কর্মযজ্ঞের ওপর বক্তব্য রাখেন৷  সঙ্গে সঙ্গে সারাদিন ধরে এখানে  চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয় ও দুঃস্থ মানুষদের বিনাব্যয়ে চিকিৎসা করা হয়৷ তৎপরে নারায়ণ সেবারও আয়োজন করা হয়৷

সমগ্র অনুষ্ঠানটির  ব্যবস্থাপনা ও পরিকল্পনার দায়িত্ব সুচারুরূপে সুসম্পন্ন করেন শ্রী লক্ষ্মণ টুডু ও শ্রী নারায়ণ প্রধান মহাশয়৷