ময়ূরভঞ্জ ঃ ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জামদা ব্লকের অন্তর্গত নারানদা গ্রামে গত ৯ই সেপ্টেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ৬ঘন্টা অখন্ড কীর্ত্তন, নারায়ণসেবা ও পাশাপাশি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷
‘‘বাবা নাম কেবলম্’’ মহামন্ত্রের ৬ঘন্টা ব্যাপী অখন্ডকীর্ত্তন পরিচালনা করেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷ মিলিত সাধনার পর সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন সেবাধর্ম মিশনের স্থানীয় ভুক্তিপ্রধান শ্রী সুরেশ নায়েক৷ ধর্মআলোচনার পর ধর্মসভায় সমবেত অনেকেই আচার্য ব্রতনিষ্ঠানন্দজীর কাছে যোগসাধনা শেখেন৷
এরপর নারয়ণ সেবাতে দেড়শতাধিক গ্রামবাসীকে আপ্যায়িত করা হয়৷ পাশাপাশি বিনাব্যয়ে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ এই চিকিৎসা শিবিরে দেড় শতাধিক দুঃস্থ রোগীকে চিকিৎসা করা হয় ও তাদের ঔষধও দেওয়া হয়৷
সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনায় মুখ্য ভূমিকায় ছিলেন আচার্য ব্রতানিষ্ঠানন্দ অবধূত ও সহযোগিতায় ছিলেন লক্ষ্মন টুডু শরৎ মাইতি, রসানন্দ মাহাত, সুমন্ত মাহাত, মনোরঞ্জন মাহাত, নারায়ণ প্রধান প্রমুখ৷
চিকিৎসা শিবিরে বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন ডাঃ যুধিষ্ঠির মাহাত (এ্যালোপ্যাথিক) ও ডাঃ কৈষিক দেব (এ্যালোপ্যাথি)৷