উত্তরাখণ্ডের নৈনিতালের জঙ্গল এলাকায় দাবানলের সৃষ্টি হয়েছে৷ ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও৷ গত শুক্রবার উত্তরাখণ্ড হাই কোর্ট সংলগ্ণ এলাকা পর্যন্ত জঙ্গলের আগুন পৌঁছে গিয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা৷ হেলিকপ্ঢারের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে৷ নৈনিতালের জঙ্গলে আগুন লাগার খবর আগেই মিলেছিল৷ গত শুক্রবার নতুন করে জঙ্গলের ৩১টি জায়গায় আগুন লাগানোর খবর পায় পুলিশ৷ গ্রামবাসীরাই জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ৷ এর ফলে গত ২৪ ঘণ্টায় নৈনিতালে ৩৩.৩৪ একর জঙ্গল এলাকা ধবংস হয়েছে৷ রুদ্রপ্রয়াগ থেকে জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে তিন জনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ৷ নৈনিতালে দাবানল পরিস্থিতির দিকে নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী৷ তিনি এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার অনুরোধ করেছেন৷ সেই সঙ্গে রাজ্যের সব দফতরকে একত্রিত হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি৷ গত শুক্রবার রাতে নৈনিতালের জঙ্গলের আগুন উত্তরাখণ্ড হাই কোর্টের কাছাকাছি পৌঁছে যায়৷ ওই এলাকার বাসিন্দারা আগুনের লেলিহান শিখাও দেখতে পান৷ এর ফলে এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়৷ রাতেই ডাকা হয় সেনাবাহিনীকে৷ বন দফতরের সঙ্গে হাত মিলিয়ে সেনা জওয়ানেরাও আগুন নেভানোর কাজ সাহায্য করেছেন সারা রাত৷ আগুন শুক্রবার লোকালয়ের এতটাই কাছাকাছি চলে এসেছিল যে, নৈনি হ্রদে বোটিং সাময়িক ভাবে বন্ধ করে দেন কর্তৃপক্ষ৷ তবে এখনও পর্যন্ত লোকালয়ের কোনও অংশে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি৷ উত্তরাখণ্ড বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে এখনও পর্যন্ত রাজ্যের জঙ্গল এলাকায় মোট ৫৭৫টি দাবানলের ঘটনা ঘটেছে৷ প্রতিটিই মনুষ্যসৃষ্ট৷ এর ফলে বন দফতরের ৬৮৯.৮৯ হেক্টর জমি নষ্ট হয়েছে৷ রাজ্যের ক্ষতি হয়েছে ১৪ লক্ষ টাকার বেশি৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়