নামকরণ ও অন্নপ্রাশন উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৭ই মার্চ ২০২৫, চিৎমু নিবাসী শ্রী নিত্যানন্দ গরাঞ ও শ্রীমতী সবিতা গরাঞ-এর একমাত্র পুত্র তাপস গরাঞ ও পুত্রবধূ সিউটি গরাঞ-এর প্রথম পুত্রসন্তানের নামকরণ ও অন্নপ্রাশন উৎসব তাঁদের নিজ বাসভবনে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধান অনুসারে পরিপূর্ণ ভাবগাম্ভীর্য্যে সম্পন্ন হয়৷ এই শুভ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়৷ নবজাতকের নামকরণ করা হয় ‘শুভ্রদীপ’, যার অর্থ শুভ্র আলোর দীপশিখা এক পবিত্র ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক৷