ওয়ার্ল্ড মেট্রেলজিক্যাল অর্গানাইজেশনের প্রতিবেদনে প্রকাশিত গত ১৭৫ বছরে ২০২৪ সাল ছিল উষ্ণতম বছর৷ গত ১৭৫ বছরের উষ্ণতার তথ্য অনুসন্ধান করে বিশ্ব আবহাওয়া সংস্থা এই প্রতিবেদন প্রকাশ করে৷
গত ২৩শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবসের পূর্বে গ্লোবাল ক্লাইমেট প্রতিবেদন প্রকাশ করে ‘হু’৷ ১৮৫৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত ছিল শিল্পায়ন যুগ৷ ওই সময়ের বিশ্বের গড় তাপমাত্রা অপেক্ষা ২০২৪ সালে গড় তাপমাত্রা ছিল ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশী৷
ওই প্রতিবেদনেই প্রকাশিত হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব গত ৮ লক্ষ বছরের তুলনায় সব থেকে বেশী৷ সমুদ্র জলের তাপমাত্রা পূর্বের রেকর্ড স্পর্শ করে গেছে৷ উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে৷ ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে৷ গত বছর প্যারিস চুক্তিতে উষ্ণতা বৃদ্ধি নির্দ্ধারিত মাপকাঠি ১.৫ ডিগ্রি অতিক্রম করে৷ তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মত বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির নির্দ্ধারিত মাপকাঠি ধরে রাখা সম্ভব৷