নারী নরকের দ্বার নয়---নর কে নারায়ণ করে -আন্তর্জাতিক নারী দিবসে গার্লস প্রাউটিষ্ট-এর শোভাযাত্রা ও পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে গার্লস প্রাউটিষ্ট কলকাতা শাখার পক্ষ থেকে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়৷ ভি.আই.পি নগর থেকে ট্যাবলো সহযোগে গার্লস প্রাউটিষ্টের সমর্থকরা কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সিমলা স্ট্রিটে যায় ও সেখান থেকে পদযাত্রা করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছায়৷ ওখানে একটি পথ সভা অনুষ্ঠিত  হয়৷ পথ সভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ বিমোহা আচার্যা, অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, গোপা শীল, নমিতা সরকার প্রমূখ৷ বক্তাগণ বর্তমান আধুনিক সমাজেও নারীদের ওপর বিভিন্ন অবদমন, পীড়ন, পাশবিক অত্যাচার---যেমন পণপ্রথা, বধূ নির্যাতন- হত্যা, নারী পাচার, নাবালিকা বিবাহ, ধর্ষন ইত্যাদির বিষয়ের লোমহর্ষক ঘটনার বিবরণ দেন ও  এর বিরুদ্ধে গার্লস প্রাউটিষ্টের ধারাবাহিক আন্দোলনের কথা বলেন৷