নারী পুরুষের মমতাময়ী জননী-এটাই নারীর সর্বশ্রেষ্ঠ গৌরব ও পরিচয় নিউব্যারাকপুরে গার্লস প্রাউটিষ্টের আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে ফেব্রুয়ারী উঃ২৪ পরগণার নিউব্যারাকপুর শহরে রামকৃষ্ণ পাঠাগারে গার্লস প্রাউটিষ্টের নিউব্যারাকপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনার বিষয় ছিল ‘‘মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের দৃষ্টিতে নারীর মর্যাদা৷ অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪.২৫ মিনিটে৷ অনুষ্ঠানের শুরুতে শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধান অতিথি নিউব্যরাকপুর মাসুন্দা উচ্চমাধ্যমিক গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী কাকলী সরকার৷ এরপর পুষ্পস্তবক দিয়ে---সভাপতি অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা, প্রধান অতিথি শ্রীমতী কাকলি সরকার, বিশেষ অতিথি গার্লস প্রাউটিষ্টের কেন্দ্রীয়  সচিব অবধূতিকা আনন্দ বিমোহা আচার্যা, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, হুগলী জেলার গার্লস প্রাউটিষ্টের  ভুক্তিপ্রধান অসীমা মাইতি প্রমুখদের বরণ করে নেওয়া হয়৷ এরপর প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘আনন্দম’-এর শিল্পী গোষ্ঠীর পরিবেশিত সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের হয়৷

স্বাগত ভাষণ দেন বিশিষ্ট প্রাউটিষ্ট সাগরিকা পাল৷  এরপর গার্লস প্রাউটিষ্টের উদ্দেশ্যে ও আদর্শ সম্বন্ধে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা৷ প্রধান অতিথি শ্রীমতী কাকলী সরকার তার বক্তব্যে শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রণীত গ্রন্থ নারীর মর্যাদা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন---‘‘নারী নরকের দ্বার নয়৷ নারী নরকে নারায়ণ করে৷’’ এরপর বক্তব্য রাখেন অসীমা মাইতি৷ সভাপতির ভাষণে অবধূতিকা আনন্দসুমিতা বলেন ‘‘নারী পুরুষের মমতাময়ী জননী---এটাই নারীর সর্বশ্রেষ্ঠ গৌরব ও শ্রেষ্ঠ পরিচয়৷  এরপর গার্লস প্রাউটিষ্টের কেন্দ্রীয় সচিব অবধূতিকা আনন্দ বিমোহা আচার্যা সবাইকে  ধন্যবাদ জ্ঞাপন করেন৷ সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতী শ্রাবণী বসাক৷