বরাবাজার (পুরুলিয়া) ঃ ১২সেপ্ঢেম্বর বরাবাজারে নারী নির্যাতনের প্রতিবাদে ও নারীর স্বাধীকার রক্ষার দাবীতে জিপি-র পক্ষ থেকে এক বর্র্ণঢ্য মিছিল পুরো শহর পরিক্রমা করে ও তৎপরে এক পথ সভার আয়োজন করা হয়৷ ওই পথসভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্র্য, -অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্র্য প্রমুখ৷ অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা তাঁর বক্তব্যে বলেন, নারী নির্র্যতনকারী অসুর দলনে নারী শক্তির জাগরণ জরুরী৷ তিনি বলেন, নারী শক্তি জাগরণের জন্যে চাই (১) সামাজিক-অর্থনৈতিক ও ধর্মমতের কুসংস্কার তথা সার্বিক শোষণমুক্ত সমাজ৷ (২) পণপ্রথা, অপমানজনক কন্যা সম্প্রদান রীতি নিষিদ্ধ করা ও সংশ্লিষ্ট আইন ভ৷কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা৷ (৩) সর্বচ্চস্তর পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক বাধ্যতামূলক ও অধ্যাত্মভিত্তিক করা৷
অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্র্য তাঁর বক্তব্যে বলেন, অবিলম্বে সিনেমা টিভি ও বিজ্ঞাপনে অনাবৃত নারী দেহ প্রদর্শন নিষিদ্ধ করতে হবে, প্রাথমিক শিক্ষকতার কাজে যাতে শুধুমাত্র মেয়েদের নিয়োগ করতে হবে, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার বিশেষ ব্যবস্থা করতে হবে ও নারীনির্র্যতনকারীদে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ও এজন্যে প্রচলিত আইন সংশোধন করতে হবে৷