গত ১৮ই ফেব্রুয়ারী রাত্রি ২টা ২৫ মিনিটে মঙ্গল গ্রহের লাল মাটি স্পর্শ করলো নাসার তৈরী রোভার পার্সিভিয়ারেন্স৷ নাসার এই কৃতিত্বের অংশীদার দুই বঙ্গসন্তান অনুভব দত্ত, সৌম্য দত্ত৷ অনুভবের বাড়ি পূর্বমেদিনীপুর জেলার মহিষাদল থানার ঘাঘরায়৷ পিতা অমিত দত্ত মহিষাদলেরই ভূমিপুত্র পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মা মৃদুলা চট্টোপাধ্যায় দত্ত হুগলী জেলার চন্দননগরের মেয়ে৷ বর্ধমানে মামার বাড়ীতে জন্ম সৌম্য দত্ত’র৷ ছোটবেলায় বাবা-মা কে ধরে আমেরিকায় চলে আসেন৷
ছোটবেলায় খুব চঞ্চল স্বভাবের ছিল বলে বাড়ীতে সবাই ফড়িং বলে ডাকতো অনুভবকে৷ সাউথপয়েন্ট স্কুল হয়ে খড়গপুর আই আই টি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেন৷ ছোটবেলার ফড়িং অনুভব দত্তের তৈরী হেলিকপ্ঢার ইনজেনুইটি এখন মঙ্গলগ্রহের আকাশে উড়বে৷
জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির স্নাতক এরোস্পেস ইঞ্জিনিয়ার সৌম্য দত্ত গত ২৪ বছর আমেরিকাবাসী৷ নাসার সঙ্গে যুক্ত পাঁচবছর৷ যে প্যারাশুটে ল্যাণ্ডার ও রোভার মঙ্গলের মাটি স্পর্শ করে তার প্রধান কারিগর সৌম্য দত্ত৷ মঙ্গলগ্রহে জীবনের সন্ধানে কাজ করবে রোভার৷