সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১৫ই ডিসেম্বর,২৩ আমরা গ্রামে শিশুপাল ও রেণুকা মাহাতোর প্রথম কন্যাসন্তানের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী হয়৷ এই উপলক্ষ্যে সকাল ৯-১২ অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন, মিলিত সাধনা, ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় শেষে নামকরণের বৈশিষ্ট্য ও কী ধরনের নাম রাখা উচিত সে সম্বন্ধ আলোচনা করা হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য অমলিনা ব্রহ্মচারিনী৷ সকলে মিলে শিশুর নাম রাখা হয় তনুময়ী৷