সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বাঙলার মুখ্য খাদ্য ভাত৷ ধান থেকে চাউল আর চাউল থেকে ভাত৷ নতুন ধান ফসল উৎপন্ন হয় নভেম্বর-ডিসেম্বর মাসে৷ প্রায় সকল ঘরেই প্রথম মুখ্য ফসল নবান্ন গ্রহণ করার সময় উৎসব করে থাকে৷ এই উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর,২৩ চিৎমু উপর পাড়া ইয়ূনিটে প্রতি বৎসরের ন্যায় এবারও নবান্ন উৎসবে তিন ঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় ও মিলিত আহারের আয়োজন করা হয়৷