নববর্ষের শপথ

সংবাদদাতা
প্রভাত খাঁ
সময়

নব বরষের নব প্রভাতে

মাগো! তোমারে প্রণমি

অরুণ আলোতে৷ জীর্ণ

শীর্ণ শুভ্র কেশে ক্লান্ত নয়নে

মিষ্টি হেসে, চেয়ে আছ

তুমি মোর মুখপানে৷

স্নিগ্দ মধুর তোমার

বয়ানে অশ্রু রেখা কেন

গো মা, তব ব্যথিত নয়নে!

হৃদয়ে আমার হানিছে

আঘাত, লজ্জায় মরি,

গ্লানি ভরা মন কাঁপে থরথরি৷

রক্তচোষা বাদুড়ের দল

যারা করে চলে

সদাই শোষণ, নিষ্ঠুর

আঘাতে যেন হতভাগ্য

সন্তানেরা পারে বদলা নিতে৷

তোমার রাতুল চরণে

মাগো এই বর মাগি

---ধৈর্য দাও, বল দাও যেন

জীবন ত্যজিতে পারি

                মাতৃমুক্তি পণে৷