সংবাদদাতা
আচার্য নারায়ণানন্দ অবধূত, আর.এম. আনন্দনগর
সময়
করি জীবনের কোন অবস্থাতেই সাধুতার মান ক্ষুন্ন হতে দেব না, ধর্মরক্ষার্থে সংগ্রামকাল ব্যতিরেকে কোন অবস্থাতেই কূটনীতিকে বা অসরলতাকে প্রশ্রয় দেব না অর্থাৎ অন্য সমস্ত ক্ষেত্রেই দণ্ড প্রণামের মতই নিজেকে সরল রাখব---আর ভাবজড়তায় সাধুতা, সরলতা ও তেজস্বিতা---এই তিনের কোনটাই নেই---তাই তাকে কঠোরভাবে পরিহার করে চলি ও নোতুন বিশ্ব গড়ে তুলি