ন’বছর পর চুরির গয়না মন্দিরে ফেরৎ দিল চোর

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ওড়িশার গোপীনাথ মন্দিরে গত ২০১৪ সালে চুরি গিয়েছিল আরাধ্য দেবতা রাধাকৃষ্ণের বহুমূল্যের গয়না৷ গয়নাগুলির মধ্যে ছিল রূপোর বাঁশি, চোখ, ছাতা, মুকুট, কানের দুল, ব্রেসলেট, প্লেট ও ঘড়ি৷

চোর গয়নাগুলিকে চুরি করে ২০১৪ সালে৷ তারপর কেটে গেছে ন’বছর গত সোমবার মধ্য রাতে মন্দিরের দরজা খুলে গয়নাগুলি ফেরৎ দিয়ে যায় চোর৷ কারণ চুরি করার পর থেকে সে একদণ্ড শান্তিতে থাকতে পারেনি৷ এমনটাই দাবি করে ন’বছর পর মন্দির থেকে চুরি করা সমস্ত গয়না  ফেরত দিয়ে গেলেন চোর৷ পাশাপাশি প্রায়শ্চিত্ত স্বরূপ ওড়িশার গোপীনাথ মন্দিরে ৩০০ টাকা জরিমানাও দিয়ে যায় চোর৷ তার সাথে রেখে যায় একটি চিঠি৷

চিঠিতে চোর লেখেন---‘নবছর আগে মন্দির থেকে গয়না চুরি করেছিলাম৷ তার পর থেকেই দুঃস্বপ্ণ দেখছিলাম৷ স্বপ্ণাদেশও পেয়েছিলাম৷ একটুও শান্তি পায়নি৷ আমার বড় ভুল হয়ে গিয়েছে৷ প্রায়শ্চিত্ত করতে জরিমানা হিসাবে ৩০০ টাকা দিয়ে গেলাম৷’

সম্প্রতি ভাগবত গীতার পড়ার পর চোরের চেতনা ফেরে ও সে তার ভুল বুঝতে পারেন বলেও নাকি চিঠিতে উল্লেখ করা আছে৷

গয়না ফেরত পেয়ে গোপীনাথপুর মন্দিরের ভক্তদের মধ্যে একটা আলাদা উল্লাসের সৃষ্টি হয়েছে৷ যখন গয়নাগুলো চুরি হয়েছিল তখন তারা থানায় অভিযোগ করেন কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত ভক্তরা বড় হতাশ হয়েছিল৷ কিন্তু এখন গয়না ফেরৎ পাওয়াব পর ভক্তরা খুবই খুশি হয়েছে৷