নবরায়নগরে মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই জুলাই ২০২২ শুক্রবার বেলা ২টা ১৫মিঃ সময় নবরায়নগরের বিশিষ্ট মার্গীভাই সজল রায়ের পিতৃদেব শ্রীপ্রফুল্ল রায় প্রয়াত হন৷ আনন্দমার্গের প্রথা অনুসারে ওইদিনই তাঁর দাহকার্য হয়৷

২৫শে জুলাই, ২০২২ সোমবার বেলা ১১টা আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব ও আনন্দমার্গী দাদা- দিদিদের উপস্থিতিতে প্রভাতসঙ্গীত মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের মধ্যে দিয়ে একটি আধ্যাত্মিক  পরিমণ্ডলে শ্রাদ্ধানুষ্ঠান আরম্ভ হয়৷ আনন্দমার্গের সমাজ শাস্ত্র চর্যাচর্য-এর বিধিনুসারে শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন ও উক্ত শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য কি এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷