নদীয়া জেলার ধুবুলিয়াতে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে নভেম্বর ২০২১ শনিবার ধুবুলিয়া (৫নং) পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশিষ্ট আনন্দমার্গের সদস্যা সাধনা কুণ্ডু দিদির উদ্যোগে তাঁর বাসগৃহে ৫০/৬০ জন ভক্তের উপস্থিতিতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ কীর্ত্তনানুষ্ঠানে যোগ দিয়েছেন৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, চরম নির্দেশ ও স্বাধ্যায় হয়৷

আনন্দমার্গের ‘‘যোগ সাধনা’’ ও কীর্ত্তন মহিমা বিষয়ে বিস্তারিত মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব (এল) অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷ প্রভাত সঙ্গীত মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দবিভুকণা আচার্যা, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত শতাধিক ভক্তবৃন্দকে নারায়ন সেবায়  আপ্যায়ীত করেন সাধনা দিদি৷ অনুষ্ঠানে আনন্দমার্গ প্রকাশনের একটি বুক ষ্টলও ছিল৷

সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন প্রবীন আনন্দমার্গী শ্রী প্রশান্ত দত্ত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷