গত ২৭শে নভেম্বর ২০২১ শনিবার ধুবুলিয়া (৫নং) পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশিষ্ট আনন্দমার্গের সদস্যা সাধনা কুণ্ডু দিদির উদ্যোগে তাঁর বাসগৃহে ৫০/৬০ জন ভক্তের উপস্থিতিতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ কীর্ত্তনানুষ্ঠানে যোগ দিয়েছেন৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, চরম নির্দেশ ও স্বাধ্যায় হয়৷
আনন্দমার্গের ‘‘যোগ সাধনা’’ ও কীর্ত্তন মহিমা বিষয়ে বিস্তারিত মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব (এল) অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷ প্রভাত সঙ্গীত মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দবিভুকণা আচার্যা, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত শতাধিক ভক্তবৃন্দকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন সাধনা দিদি৷ অনুষ্ঠানে আনন্দমার্গ প্রকাশনের একটি বুক ষ্টলও ছিল৷
সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন প্রবীন আনন্দমার্গী শ্রী প্রশান্ত দত্ত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷