নদীয়া জেলার কৃষ্ণনগরে সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩ তম জন্মতিথি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে মে ২০২৪ বৃহস্পতিবার নদীয়া জেলা ভুক্তিকমিটির উদ্যোগে ও জেলার সমস্ত মার্গী দাদা-দিদি, ভাই-বোনের অকুন্ঠ উৎসাহ ও উদ্দিপনায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫০শোর্ধ ভক্তবৃন্দের উপস্থিতিতে নদীয়া জেলার কৃষ্ণনগর ঘুর্ণীর মোড়ে হালদার পাড়ায় অবস্থিত পরমারাধ্য মার্গ গুরুদেবের বাসগৃহ ‘মধুপর্র্ণ’য় ভোর ৫টা থেকেই একটি ভাবগম্ভীর পরিবেশে সারম্বরে পালিত হল ‘‘শুভ আনন্দপূর্ণিমা’’ অনুষ্ঠান৷ শ্রীমতী তাপসী মুখার্জ্জীর পরিচালনায় প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবানাম্‌ কেবলম্‌’’ কীর্ত্তন এর পরে ঠিক সকাল ৬টা ০৭মিঃ পরমারাধ্য মাগরুদেবের ১০৩ তম জন্মমুহূর্তে শঙ্খধবনি, উলুধবনি সহ ১০৩ টি প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত ভক্তবৃন্দ৷ সমবেত ‘‘সংগচ্ছধবং .... মন্ত্র পাঠ, মিলিত সাধনা, গুরুপুজা ও চরম নির্দেশের পর আনন্দপূর্ণিমা উপলক্ষে আনন্দৰাণী ২০২৪ পাঠ করেন বাংলা ভাষায় শ্রীমতী বুলবুল দত্ত ও ইংরাজী ভাষায় মার্গীবোন শ্রীমতী তৃণা পাল৷ এইভাবে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তী হয়৷ জলযোগের পরে---

দ্বিতীয় পর্বে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রীমতী কাকলী মন্ডল, শ্রীমতী তাপসী মুখার্জ্জী, শ্রীমতি কল্পনা বিশ্বাস শ্রী কৌশিক সরকার প্রমুখের পরিচালনায় ‘‘তিন ঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র -‘বাৰা নাম্‌ কেবলম’ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এর পর মিলিত সাধনা, গুরুপুজা, চরম নির্র্দেশ-এর পরে স্বাধ্যায় করেন তরুন মার্গীভাই শ্রী মনোতোষ মজদার৷

তৃতীয় পর্বে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন -নদীয়ার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ভুক্তিকমিটির অন্যতম সদস্য, বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও বিশিষ্ট প্রাবন্ধিক---শ্রীমনোরঞ্জন বিশ্বাস, বিশিষ্ঠ মার্গী বোন শ্রীমতী তৃপ্তি বিশ্বাস, বিশিষ্ঠমার্গী শ্রীসনৎ মৃধা৷ সবশেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করেছেন -গৌরাঙ্গ ভট্টাচার্য অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, নদীয়া জেলা রাওয়া সচিব শ্রীগোরাচাঁদ দত্ত ও কৃষ্ণনগর ইউনিট সচিব তথা নদীয়া জেলা ভুক্তি কমিটির সদস্য শ্রীআনন্দ মন্ডল৷