গত ২৩শে এপ্রিল রবিবার নদীয়া জেলার বেথুয়াবহরীর পাটিকাবাড়ী গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অনিল কুমার মল্লিক ও শ্রীমতী মণিকা মল্লিকের নিজ গৃহপ্রাঙ্গণে সকাল ৭টা ৩০মিঃ থেকে বেলা ১টা ৩০ মিঃ পর্যন্ত ছয় ঘণ্টা ব্যাপী মানবমুর্ত্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ বিভূর্কা আচার্যা, ব্রহ্মচারীণি জয়তী আচার্যা, ব্রহ্মচারীণি রত্নদীপা আচার্যা, শ্রীবৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা ও গুরুপূজা হয়৷ স্বাধ্যায় পাঠ করেন পূজা মল্লিক৷ কীর্ত্তনের মধুময় মূর্চ্ছনায় সারা গ্রামের মানুষ কীর্ত্তন মণ্ডপে এসে ভর্ত্তি সহকারে কীর্ত্তন শ্রবণ করেন৷ কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমনোরঞ্জন বিশ্বাস ও শ্রীগৌরাঙ্গ ভট্টাচার্য৷ অপরাহ্ণে ওই কীর্ত্তন মণ্ডপেই পল্লীগীতির আসর বসে৷ অনুষ্ঠান শেষে সাত শতাধিক গ্রামবাসীকে প্রীতিভোজে আপ্যায়িত করেন শ্রী অনিল মল্লিক ও শ্রীমতী মণিকা মল্লিক৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়