নদীয়া জেলায় ব্লক লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৫শোর্ধ সদস্যা সদস্যের উপস্থিতিতে ২২শে মার্চ ২০২৫ শনিবার বেলা ১০টা থেকে সারাদিন ব্যাপী চাকদহ ব্লকের সেমিনার অনুষ্ঠিত হলো শিমুরালী আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে ভূক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস জেলা শিক্ষা সচিব শ্রী অনিলবিশ্বাস সহ নদীয়া ভুক্তি কমিটির অনেকেই উপস্থিত ছিলেন৷ প্রশিক্ষক ছিলেন কৃষ্ণনগর ডিট এস --এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা ও বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস৷ সমগ্র সেমিনারটি পরিচালনা করেন নদীয়া ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ সেমিনার অর্গানাইজার ছিলেন ডাঃ বিবেকজ্যোতি সরকার ও শ্রীমতী কাজল সরকার৷