নদীয়া জেলা ভুক্তি কমিটির উদ্যোগে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টিম ও আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিভ টিম (এল) (নদীয়া জেলা শাখা) এর পক্ষ থেকে নদীয়া জেলার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী এলাঙ্গী গ্রামে এলাঙ্গী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত ১৪ই ডিসেম্বর,২৩ বৃহস্পতিবার এলাঙ্গী গ্রামের ৫২জন গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বগানন্দ অবধূত, ভুক্তিপ্রধান---ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ডিটিএস.এল--- ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্য, লক্ষ্মী মণ্ডল, সর্বশ্রী মনোতোষ মজুমদার ভুক্তিকমিটির সদস্য--- গোরাচাঁদ দত্ত, আনন্দমণ্ডল, গোবিন্দ বিশ্বাস, সুভাষ সরকার এছাড়া উপস্থিত ছিলেন রাজু মজুমদার, জয়দেব বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য প্রমুখ৷
শুভ আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে বিশ্বের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা, ভালবাসা শুভেচ্ছা৷