নদীয়া জেলার অন্তর্গত দত্তপুলিয়ার সন্নিকটে বরণবেড়িয়া গ্রামে ১১ বিঘা জমির ওপর দীর্ঘদিন ধরে ‘‘আনন্দ নবদ্বীপ চক্রণেমী’’ নামে আনন্দমার্গ প্রচারক সংঘের একটি মাষ্টার ইয়ূনিট সাফল্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে৷ সেখানে খোলা আকাশের নীচে আনন্দমার্গের গুরুকুল পরিচালিত একটি ইংলিশ মিডিয়াম প্রাইমারী স্কুলও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে৷ স্থানীয় অধিবাসীরা আনন্দমার্গের শিক্ষাপদ্ধতিতে অণুপ্রাণিত হয়ে তাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন৷
আনন্দমার্গের এই শিক্ষানীতির ভিত্তি হ’ল, ‘সা বিদ্যা যা বিমুক্তয়ে’ অর্থাৎ যে শিক্ষা মানুষকে সার্বিক অবক্ষয়ের অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যায়৷ আনন্দমার্গের লক্ষ্যই হ’ল, আদর্শ মানুষ তৈরী করা৷
সম্প্রতি উক্ত মাষ্টার ইয়ূনিটের জমিতে বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে৷ গত ৯ই ডিসেম্বর ২০১৮ এই জেলার সমস্ত আনন্দমার্গী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ১০৪ ফুট দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্থ বিশিষ্ট এই বিদ্যালয় ভবনের ৩২০০ বর্গফুট ছাদের কাজ সমাপ্ত হ’ল৷ নদীয়া জেলার আনন্দমার্গের সদস্য-সদস্যাবৃন্দ, অন্যান্য শুভানুধ্যায়ী ও আনন্দমার্গ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় এখানকার রেক্টর মাষ্টার আচার্য অনুপমানন্দ অবধূত এই কাজ করে চলেছেন৷ তিনি জানান, ভবিষ্যতে এখানে মেডিকেল ইয়ূনিট, শিশুসদন, ছাত্রাবাস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও অন্যান্য জনকল্যাণমুখী বহু কাজের পরিকল্পনা রয়েছে৷
এই পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী সহ সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে আচার্য অনুপমানন্দজী আবেদন করেছেন এই বহুমুখী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে যাতে সকলে এগিয়ে আসেন ও সাধ্যমত সাহায্যের হাত প্রসারিত করেন৷