নদীয়ার বরণবেড়িয়ায় আনন্দ নবদ্বীপ চক্রনেমীর বিদ্যালয় ভবন নির্মাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলার অন্তর্গত দত্তপুলিয়ার সন্নিকটে বরণবেড়িয়া গ্রামে ১১ বিঘা জমির ওপর দীর্ঘদিন ধরে ‘‘আনন্দ নবদ্বীপ চক্রণেমী’’ নামে আনন্দমার্গ প্রচারক সংঘের একটি মাষ্টার ইয়ূনিট সাফল্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে৷ সেখানে খোলা আকাশের নীচে আনন্দমার্গের গুরুকুল পরিচালিত একটি ইংলিশ মিডিয়াম প্রাইমারী স্কুলও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে৷ স্থানীয় অধিবাসীরা আনন্দমার্গের শিক্ষাপদ্ধতিতে অণুপ্রাণিত হয়ে তাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন৷

আনন্দমার্গের এই শিক্ষানীতির ভিত্তি হ’ল, ‘সা বিদ্যা যা বিমুক্তয়ে’ অর্থাৎ যে শিক্ষা মানুষকে সার্বিক অবক্ষয়ের অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যায়৷ আনন্দমার্গের লক্ষ্যই হ’ল, আদর্শ মানুষ তৈরী করা৷

সম্প্রতি উক্ত মাষ্টার ইয়ূনিটের জমিতে বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে৷ গত ৯ই ডিসেম্বর ২০১৮ এই জেলার সমস্ত আনন্দমার্গী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ১০৪ ফুট দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্থ বিশিষ্ট এই বিদ্যালয় ভবনের ৩২০০ বর্গফুট ছাদের কাজ সমাপ্ত হ’ল৷ নদীয়া জেলার আনন্দমার্গের সদস্য-সদস্যাবৃন্দ, অন্যান্য শুভানুধ্যায়ী ও আনন্দমার্গ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় এখানকার রেক্টর মাষ্টার আচার্য অনুপমানন্দ অবধূত এই কাজ করে চলেছেন৷ তিনি জানান, ভবিষ্যতে এখানে মেডিকেল ইয়ূনিট, শিশুসদন, ছাত্রাবাস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও অন্যান্য জনকল্যাণমুখী বহু কাজের পরিকল্পনা রয়েছে৷

এই পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী সহ সমস্ত  শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে আচার্য অনুপমানন্দজী আবেদন করেছেন এই বহুমুখী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে যাতে সকলে এগিয়ে আসেন ও সাধ্যমত সাহায্যের হাত প্রসারিত করেন৷