নদীয়ার কৃষ্ণনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই মে, মহা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ১৫০ এর অধিক ভক্তগণের উপস্থিতিতে নদীয়ার ঘূর্ণীর মোড়ে ‘মধুপর্ণায়’ পরমারাধ্য শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০২তম আবির্ভাব তিথি পালিত হল৷ জন্মদিনে এই শুভক্ষণে...প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তনের পর ভোর ৬টা ৭মি জন্ম মুহূর্ত্তে শঙ্খধবনী উলুধবনিতে মুখরিত হল ‘মধুপর্ণার আকাশ বাতাস৷ মিলিত সাধনা গুরুপূজার পর আনন্দবাণী ২০২৩ পাঠ করা হয়৷ বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে৷ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র াা নাম কেবলম্‌ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনা গুরুপূজা হয়৷ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন ডিটস-এল-ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, বিশিষ্ট শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস ও নদীয়া জেলার সাধারণ ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ অনুষ্ঠান শেষে দুই শতাধিক ভক্তকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷

হবিবপুরে সেমিনার ঃ গত ১৪ই মে নদীয়ার হবিবপুরে আনন্দমার্গ স্কুলে ২৫জন আনন্দমার্গের সদস্য ও সদস্যার উপস্থিতিতে তরুণ মার্গী ভাই স্থানীয় ইয়ূনিক সেক্রেটারী শ্রী সুকান্ত বিশ্বাসের উদ্যোগে সারাদিন ব্যাপী রানাঘাট-১নং ব্লকের সেমিনার অনুষ্ঠিত হল৷

গত ২০শে মে নদীয়ার সত্যনগর আনন্দমার্গ স্কুলে বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন আনন্দমার্গের সদস্য ও সদস্যাদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷

এছাড়া, গত ২১শে নদীয়া জেলার বেথুয়াডরীর পাটীকাবাড়ী আনন্দমার্গ স্কুলে ৫০জন আনন্দমার্গে সদস্য ও সদস্যা উপস্থিতিতে বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ শ্রীগৌরাঙ্গ মল্লিক মহাশয়ের উদ্যোগে নাকাশীপাড়া ব্লকে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷