সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নদীয়া জেলার রায়নগরে নাসের কুলিতে আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে শ্রী সুভাষ সরকার ও সুনীতি সরকারের নোতুন বাসগৃহের গৃহপ্রবেশ-অনুষ্ঠান হয়৷ শুরুতে প্রভাত সঙ্গীতের পর সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র বাবানাম কেবলম্-অখন্ড সংকীর্ত্তনান্তে মিলিত সাধনা গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যা , অবধূতিকা বিভূকণা আচার্যা, ব্রহ্মচারিণী জয়তি আচার্যা ও সজল রায় প্রমুখ৷ এরপরই আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে গৃহপ্রবেশ -অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যা ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷