গত ২৬শে জানুয়ারী নদীয়া জেলার এলাঙ্গী গ্রামের প্রবীন আনন্দমার্গী ডঃ বৃন্দাবন বিশ্বাস ও শ্রীমতী কল্পনা বিশ্বাসের বাসগৃহে মহান দার্শনিক ও ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম শতবর্ষের আলোকে শতাধিক ভক্তের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম্’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের আধ্যাত্মিক তরঙ্গে, মধুর সুরে উক্ত গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত প্রাকৃতিক দুর্র্যেগকে উপেক্ষা করে কীর্ত্তন অঙ্গনে উপস্থিত হন৷ প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা, অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দবিভূকণা আচার্যা, ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্র্য, শ্রী গোরাচাঁদ দত্ত প্রমুখ৷
কীর্ত্তনশেষে মিলিত সাধনা, গুরুপূজা করা হয়৷ স্বাধ্যায় পাঠ করেন মার্গী ভাই শ্রী মনোতোষ মজুমদার৷ কীর্ত্তন মহিমা বিষয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত ও আনন্দমার্গের প্রবীন সদস্য শ্রীগৌরাঙ্গ ভট্টাচার্য৷ এরপর আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও শ্রীমতি কল্পনা বিশ্বাসের নবনির্মিত দোকান ঘর উদ্ধোধন করা হয়৷ দোকান ঘর উদ্ধোধন অনুষ্ঠানটির পৌরহিত্য করেন কৃষ্ণনগরের ডি.এস. আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ এছাড়া উপস্থিত ছিলেন আনন্দমার্গের প্রবীন সদস্য শ্রীদেবাশিস মণ্ডল৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভুক্তিপ্রধান শ্রীনিল চন্দ্র বিশ্বাস ও কৃষ্ণনগর ডি.এস. দাদা৷ সর্বশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রীতি ভোজে আপ্যায়ীত করা হয়৷