নদীয়ায় নব রায়নগর আনন্দমার্গ স্কুলে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই নভেম্বর ২১ রবিবার৷ নব রায় নগর আনন্দমার্গ স্কুলে পরমারাধ্য মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উপলক্ষ্যে অধ্যক্ষা ব্রহ্মাচারিণী অনন্যা আচার্যা দিদির উদ্যোগে ১৫০ অধিক ভক্তের উপস্থিতিতে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ দুর দুরান্ত থেকে ভক্তবৃন্দ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে৷ কীর্ত্তনানুষ্ঠানে যোগদান করেন৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, চরম নির্দেশ ও স্বাধ্যায় হয়৷ এরপর আনন্দমার্গের ‘যোগ সাধনা’ ও কীর্ত্তন মহিমা বিষয়ে বিস্তারিত মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব (এল) অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা ও আনন্দমার্গের প্রবীন সদস্য গৌরাঙ্গ ভট্টাচার্য৷ প্রভাতসঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ কীর্ত্তন পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দবিভুকণা আচার্যা, শ্রীমতী রাজলক্ষী বণিক, শ্রীমতী কাজল সরকার, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, শ্রীসজল রায় ও কৌশিক সরকার প্রমুখ৷

অনুষ্ঠান শেষে উপস্থিত দুই শতাধিক ভক্তবৃন্দকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন অধ্যক্ষ্যা ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা সহ বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ৷