নেতাজী অন্তর্ধান মামলায় কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইল দিল্লী হাইকোর্ট

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

নেতাজী অন্তর্ধান রহস্যের সমস্ত ফাইল প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি ২০১৪ সালের নির্বাচনী প্রচারে৷ ২০২৪-এ মোদি জমানার ১০ বছর পূর্ণ করে আর একটি লোকসভা নির্বাচন আসন্ন৷ কিন্তু নেতাজী সংক্রান্ত সব ফাইল প্রকাশ হয়নি৷

২০১৮ সালে দিল্লী হাইকোর্টে একটি মামলা হয়, মামলাকারীর দাবী ঐতিহাসিক প্রতুলচন্দ্র গুপ্ত ১৯৪২-৪৫ পর্যন্ত আজাদ হিন্দ বাহিনীর কার্য সম্পর্কে একটি পুস্তক লেখেন, সেই পুস্তকের পাণ্ডুলিপি প্রকাশ করতে হবে৷ এই পাণ্ডুলিপি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশনা দপ্তরে রয়েছে৷ গত ২১শে ডিসেম্বর সেই মামলার শুনানি হয়৷ দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের পক্ষে আদালতে উপস্থিত অতিরিক্ত সলিসিয়টর জেনারেল কেতন শর্মার কাছে জানতে চান ওই পাণ্ডুলিপির বিষয়৷ কেতন শর্র্ম আদালতে বলেন--- বিষয়টির বিস্তারিত পরে জানাতে পারবেন৷ মামলাকারী নেতাজী সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশের প্রতিশ্রুতির প্রসঙ্গ তোলেন৷ মামলাকারীর আশা এই বইটিতে নেতাজী অন্তর্ধান রহস্যের তথ্য মিলতে পারে৷