প্রতি বছরের মতন এবারেও নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করতে হাজরা পার্ক থেকে নেতাজীর কলকাতার এলগিন রোডের বাড়ী পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও শেষে সেখানে গিয়ে শ্রদ্ধা জানায় ‘আমরা বাঙালী’ সংঘটনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে৷ সঙ্গে ছিল বাঙালী বাহিনী, বাঙালী নারী বাহিনীর সেনানীরা৷ রাজ্যে কোভিড সংক্রান্ত বিধি নিষেধের কথা মাথায় রেখেই এবার সীমিত সংখ্যক সদস্যদের নিয়ে মিছিল করা হয়৷
মিছিলে পা মিলিয়েছেন আমরা বাঙালী কেন্দ্রীয় নেতা জয়ন্ত দাশ, বিকাশ বিশ্বাস, অরুপ মজুমদার, কেন্দ্রীয় বাঙালী ছাত্র-যুব সমাজ কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস, মহিলা সমাজ কেন্দ্রীয় সচিব প্রণতি পাল, কলকাতা জেলা সচিব হিতাংশু ব্যানার্জি, বাঙালী বাহিনীর পক্ষে ছিলেন এস পি সিংহ, এ.পি.সিংহ প্রমুখ নেতৃবৃন্দ৷
কেন্দ্রীয় সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ বলেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাঙলা থেকে পাঠানো নেতাজী সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ট্যাবলো কে বাদ দিয়ে নেতাজীর প্রতি যে অপমান করেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের এই নেতাজী বিদ্বেষের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালীদের ঐক্যবদ্ধ বদ্ধ হতে হবে৷
এছাড়াও সংঘটনটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ভারতীয় সেনাবাহিনীতে ১৯টি জাতি ভিত্তিক রেজিমেন্ট আছে, বাঙালী রেজিমেন্ট কে কেন পুনর্ঘটন করা হচ্ছে না? অবিলম্বে বাঙালী রেজিমেন্ট পুনর্ঘটনের দাবী জানানো হয় সংঘটনটির তরফ থেকে৷ আমরা বাঙালীর ছাত্র যুব সমাজ কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস এক প্রেস বার্র্ততে এই খবর জানিয়েছেন৷
জলপাইগুড়িতে নেতাজী জয়ন্তী ঃ ‘আমরা বাঙালী’ জলপাইগুড়ির জেলা কমিটির পক্ষ থেকে নেতাজী সুভাষচন্দ্রর ১২৫তম জন্মজয়ন্তীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়৷ এইদিন সকালে ‘আমরা বাঙালী’র একটি শোভাযাত্রা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তিস্তা উদ্যানের পাশে নেতাজী সুভাষচন্দ্রের মূর্ত্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্পণ করেন নেতৃবৃন্দ৷ উপস্থিত ছিলেন খুশিরঞ্জন মণ্ডল, জেলাসচিব প্রভাতচন্দ্র সরকার অজিত মজুমদার প্রমুখ৷ এছাড়া বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে ছিলেন গৌরী সরকার, শিবানী মণ্ডল প্রমুখ৷ নেতাজীর জীবনী ও কর্মপদ্ধতির ওপর বক্তব্য রাখেন খুশীরঞ্জন মণ্ডল৷ এছাড়া দার্জিলিং জেলার খড়িবাড়িতে দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে নেতাজী সুভাষচন্দ্রে ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হয়৷ উত্তর দিনাজপুর জেলা কমিটি কোচবিহার ব্লক শহরে নেতাজী জন্মজয়ন্তী পালন করেন৷