নেতাজীর ১২৩তম জন্মদিবসে ‘আমরা বাঙালীর পক্ষ থেকে শোভাযাত্রা ও মাল্যদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্রের ১২৩তম জন্মদিবস উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’ কার্র্যলয় থেকে নেতাজীর প্রতিকৃতি সহ একটি সুসজ্জিত গাড়ী সহ ‘আমরা বাঙালীর একটি বর্র্ণঢ্য শোভাযাত্রা বের হয়৷ প্রথমে তাঁরা সকাল ৮-৩০ মিনিটে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজী মূর্ত্তিতে মাল্যদান করে নেতাজীর অতুলনীয় বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন৷ এরপর তাঁরা ৯টাতে ময়দানে নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান করেন৷

এরপর দক্ষিণ কলকাতার চেতলাপার্কে আমরা বাঙালীর সমস্ত শাখা সংঘটনের কর্মীরা, ইয়ূনিফর্ম পরিহিত বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর কর্মীরা, বাঙালী মহিলা সমাজ, বাঙালী ছাত্র ও যুবসমাজ, বাঙালী কর্ষক সমাজ, বাঙালী শ্রমিক সমাজ প্রভৃতির কর্মীরা মিলিত হন৷ এখান থেকে সবাই মিছিল করে শ্লোগান দিতে দিতে রাসবিহারী মোড়, যতীন দাস পার্ক হয়ে দুপুর ১২টায় এলগিন রোডে নেতাজীর বাসভবনে এসে পৌঁছান৷ এখানে বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর পক্ষ থেকে নেতাজী প্রতি গার্ড অব্ অনার জানানো হয় ও আমরা বাঙালী, বাঙালী মহিলা সমাজ তথা আমরা বাঙালীর সমস্ত শাখা সংঘটনের পক্ষ থেকে নেতাজী মূর্ত্তিতে মাল্যদান করা হয়৷ এরপর বকুল রায় সহ অন্যান্য পৌরুষের বজ্রকৌস্তুভ উল্কার অনলশিখা নেতাজীর অতুলনীয় দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের ওপর বক্তব্য রাখেন৷