লোকসভা নির্বাচনে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনে লড়ছে ‘আমরা বাঙালী’৷ এর মধ্যে পশ্চিমবঙ্গে পুরুলিয়া কেন্দ্রে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়৷ আমরা বাঙালীর যুব সচিব তপময় বিশ্বাস বলেন--- ‘আমরা বাঙালী একটা আদর্শের জন্য লড়াই করছে৷ মুখ্যতঃ ‘আমরা বাঙালী’ যে দাবীগুলি মানুষের সামনে তুলে ধরছে, তা হ’ল---প্রথমতঃ অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি মানুষের নূন্যতম চাহিদা পূরণের গ্যারাণ্টি অর্থাৎ যুগোপযোগী অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের গ্যারাণ্টি দেওয়া ও উত্তরোত্তর তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি৷ আর দ্বিতীয় মুখ্য দাবী হ’ল---বাঙালীস্তানের অর্থাৎ পূর্ব উত্তরপূর্ব ভারতে বাংলা ভাষা-ভাষী এলাকায় সরকারী সমস্ত কাজে অফিস-আদালতে মাতৃভাষা বাংলার ব্যবহারকে বাধ্যতামূলক করা৷ এতে বাঙলার সংস্কৃতি ও সভ্যতা রক্ষা পাবে৷ তার সঙ্গে সঙ্গে সর্বত্র নৈতিক তথা আধ্যাত্মিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া৷
শ্রী বিশ্বাস বলেন--- ‘আমরা বাঙালী’ প্রার্থীদের তাঁদের সমর্থনে সর্বত্রই জোর প্রচার চলছে৷ অন্যান্য রাজনৈতিক দলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি, নোংরা ভাষা ব্যবহার এসব ‘আমরা বাঙালী’র নেতা-নেত্রীরা করেন না, তাঁরা আমরা বাঙালীর আদর্শকেই মানুষের সামনে তুলে ধরছেন, এলাকার প্রকৃত সমস্যা সে বাঙলার হোক বা ঝাড়খণ্ডের হোক মানুষের সামনে তুলে ধরে প্রাউট দর্শনের মাধ্যমে এই সমস্যার কী সমাধান তাই ব্যক্ত করছেন৷ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেভাবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে হিংসা, দ্বেষ ছড়াচ্ছে---আমরা বাঙালী তার নিন্দা করে৷ আমরা বাঙালীর বক্তব্য, এতে বরং বাঙালী জাতির সর্বনাশ হচ্ছে, কারণ এতে বাঙালী ঐক্য---বাঙালী সংহতি ধবংস হচ্ছে৷